সিলেট বুলেটিন ডেস্ক:
রাঙ্গামাটি বাঘাইছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১২মার্চ) বাঘাইছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডস্থ পশ্চিম মুসলিম আয়নামতি আজিজ পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ২নং ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা’র মোহতামিম ও বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওঃ মুফতি সোলাইমান খাঁন।