শিরোনাম
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি ঢাবি’র প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক মা-বাবার পাশেই শায়িত হলেন  উখিয়ায় রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব হবিগঞ্জে আছিয়া ধর্ষণের প্রতিবাদে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত  বড়লেখায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তরুণী ধর্ষণের শিকার , যুবক গ্রেপ্তা র জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুলের আত্মসমর্পণের ইঙ্গিত  চুনারুঘাটে শিক্ষকের পিতাকে ধাক্কা দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটালো ৩ পূত্র শেরপুরের ঝিনাইগাতী মহিলা আওয়ামীলীগ নেত্রী রুপালি গ্রেপ্তার পুঠিয়ায় সহকারি শিক্ষক মনির ও তার ভাই দুই নারীকে দুর্ধর্ষ হামলা পিটিয়ে জখম চাঁপাইনবাবগঞ্জে এবার এক শিশুকে ধর্ষণের অভিযোগ তিনজনের বিরুদ্ধে
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

সরকারি দুই কর্মকর্তার সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ।

স্টাফ রিপোর্টার / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের বিরুদ্ধে উপজেলার দুই কর্মকর্তার সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৩রা মার্চ) ওই দুই কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা ও যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবা কর্মকর্তা উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজে এবং যুব উন্নয়ন কর্মকর্তা দয়ারামপুর কলেজে দায়িত্ব পালন করেন। ট্যাগ অফিসারের সম্মানী বাবদ কাদিরাবাদ ক্যান্টঃ স্যাপার কলেজ ১ হাজার ২শ টাকা এবং দয়ারামপুর কলেজ ২ হাজার ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদের কাছে প্রদান করে। টাকা প্রাপ্তির ৪ মাস পেরিয়ে গেলেও সম্মানীর টাকা বুঝিয়ে না দেওয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল সোমবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব,রাজশাহী বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই দুই কর্মকর্তা।

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ সম্মানীর টাকা বজলুর রশিদের কাছে বুঝিয়ে দেন। সেই টাকা আমাদের বুঝিয়ে না দিয়ে তিনি নিজেই আত্মসাৎ করেছে। টাকা না পেয়ে বাধ্য হয়ে আমরা লিখিত অভিযোগ করেছি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, দায়িত্ব পালন করার চার মাস পরেও টাকা না পেয়ে অভিযোগ করেছি। যেহেতু অভিযোগ করেছি, তাই এরপরে টাকা দিতে আসলেও গ্রহন করিনি।

ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কলেজ থেকে টাকা দিয়ে গেলেও পরে এবিষয়টা আমার মনে ছিল না। কয়েকদিন আগে টাকা বুঝিয়ে দিতে চাইলেও তারা টাকা নিতে চাননি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ