জামালপুর প্রতিনিধি:
সহকারী কমিশনার( ভূমি), তানভীর হায়দার কর্তৃক মোবাইল কোর্ট এর মাধ্যমে দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজার এলাকায় সৈনিক ব্রিকস এবং পাঁচতারা ব্রিকসে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারা ( পরিবেশ ও ইট পোড়ানোর লাইসেন্স ব্যতীত/ নিষিদ্ধ জ্বালানী কাঠ ব্যবহার/ নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন) ভঙ্গে, ১৫ ধারা অনুযায়ী দুইটি মামলায় সর্বমোট ৫০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, ইট ভাটার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দ্বারা চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। প্রসিকিউশনে ছিলেন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, জামালপুর জোনের টিম। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করেন।অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।