শেরপুর প্রতিনিধি:
সারাদেশে ধর্ষণ, হত্যা, নির্যাতন সহ সকল সহিংসতা জন্য দায়ীদের ন্যায় বিচার ও শাস্তির দাবীতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন।
আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের রাস্তায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা সারা দেশে বিরামহীন ভাবে ধর্ষণ বন্ধ এবং সেইসথে প্রাশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।