শিরোনাম
চকোরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, নিহত ১ আহত ৪ ৩৬ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক।। আতিকুর রহমান  কক্সবাজার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  পাঁচবিবির আদিবাসী পেল মুরগির খাবার ফরিদপুরে( ২) ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারী।  দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ রেডিওথেরাপি মেশিন: জয়পুরহাটে চিকিৎসকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গাজীপুরে হাতুড়ে ডাক্তারদের ভূতুড়ে চিকিৎসায় বিপাকে সাধারণ মানুষ মাধবপুরে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও রং আটক কালের সাক্ষী রক্ষিত বাড়ির ২৮৯ তম দোল উৎসব 
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়: আলাল।

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাউফল প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে, তাদের আমরা স্বাগত জানাই। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। মানুষ আপনাদের বিবেচনায় নেবে, সেই ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। এর আগে কোনো কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়।

তিনি আরো বলেন, পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, নিজের মাথা ভেঙে যায়। অতএব, বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না।

মঙ্গলবার বিকেলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত ও অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে শহরের আলাউদ্দিন শিশু পার্কে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা। এটি সহজ নয়, কারণ অনেকগুলো দল ও শক্তি বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য দৃঢ় করতে না পারলে, ফ্যাসিস্ট সরকারের অনুচররা আপনাদের মধ্যে ঢুকে পড়বে। আমরা যত বড় পদেই থাকি না কেন, যদি বিএনপির সাইনবোর্ড সরে যায়, তাহলে আমাদের বাজারে মূল্য থাকবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্ন মিয়া এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এতে আরও বক্তব্য রাখেন—জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, সদস্য হাসান মামুন, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ