শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নন্দীগ্রামে চারটি বিদ্যালয়ে বিদায় নন্দীগ্রামে চারটি বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও সনদ বিতরণসংবর্ধনা ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রনবাঘা উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল কেজি একাডেমী এবং ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদিন কামনা মেমোরিয়াল ওয়েলফেয়ার ফান্ড থেকে ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদসহ নগদ অর্থ বিতরণ করা হয়।

গতকাল বুধবার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি একাধিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মো. জামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আর এইচ নুরনবী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি প্রমূখ।

অন্যদিকে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কামনা মেমোরিয়াল ওয়েলফেয়ার ফান্ড থেকে এসএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সনদ বিতরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক, নটরডেম ও জগন্নাথ কলেজের সাবেক লেকচারার আলহাজ্ব হামিদুল বাদশা খান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহেদুর রহিম খান চৌধুরী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আইসিটি শিক্ষক সোয়াইব ফাহমিদ, সাংবাদিক সাহাদত হোসেন সাহীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ