শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় শিব চতুর্দশী ও ব্রত পালন হয় শ্রী শ্রী জয় হরি সেবা আশ্রমে ( মঠ মন্দির ) 

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

ওঁং নমঃ শিবায়, যত জীব তত শিব।

সনাতন ধর্মের আদি পুরুষ ও সৃষ্টিকে পালন করে। সৃষ্টির তিন দেবতার, ব্রহ্মা, বিষ্ণু, শিব। শিব চতুর্দশী হলো এমন একটি দিন যেখানে নারী তার স্বামী ও দীর্ঘায়ু কামনা করে শিব লিঙ্গের জল,বেল পাতা, দুব্বা ,দুগ্ধ,পুষ্প, দিয়ে পূজা করা হয়। সকল নারী মনে করে শিবের মাথায় জল ঢেলে ও দুগ্ধ দিয়ে তাকে সন্তুষ্ট করা হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার, ভাঙ্গার হাট, কোনের ভিটা গ্রামে শ্রী শ্রী জয় হরি সেবা আশ্রম ( মঠ মন্দির ) অবস্থিত।

শ্রী শ্রী জয় হরি লীলা শুরু করে প্রায় আশি বছর ধরে(৮০)। এই মঠটি স্থপিত হয়েছে ২০০৬ সালে। মঠটি স্থাপিত করেন জয় হরির বংশভূত ছেলে মৃন্ময় গুরুমহারাজ তিনি একাধারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীণাপাণি সরকারি বিদ্যালয় গোপালগঞ্জ সদর।

২৬ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার শ্রী শ্রী জয় হরি সেবা আশ্রম মঠমন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে শিব জাগরণ, শিব চতুর্দশী ও ব্রত পালন, শিব লিঙ্গে পুষ্প ও দুগ্ধ দিয়ে পূজা করা হয়। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পয়ন্ত অনুষ্ঠানটি হয়ে থাকে।

মৃন্ময় গুরুমহারাজের কাছে জানতে পারলাম আজ এই শিব চতুর্দশী উদযাপনটি চার দিন ধরে হয়ে থাকে আমাদের এই শ্রী শ্রী জয় হরি সেবা আশ্রমে। তিনি আরো বলেন আমার ১২০০ শত শিষ্য রয়েছে। আমার এই মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষ আসে ও নারী পুরুষ সেবা পাওয়ার জন্য আসে এবং মানত করে। তাদের মনস কামনা পূরন হয়। এই শিব লিঙ্গের পূজাটিতে হাজার হাজার নারী ও পুরুষ পূজা দিয়ে যায়। সকল পূজারির জন্য প্রসাদের ব্যবস্থা আছে ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পদক্ষেপ নিয়ে থাকে। য়োজনে শ্রী শ্রী জয় হরি সেবা আশ্রম মঠ মন্দিরের কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ