শিরোনাম
মানিকগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত। শেরপুরে এনসিপি’র জুলাই পদ যাত্রায় লক্ষ লক্ষ জনতার ঢল রংপুরে সাংবাদিক হামলার শিকার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামী ধরতে সংক্ষম হয়নি পুলিশ  গ্রীসে নিখোঁজ রাজা হোসেনের মরদেহ একটি জঙ্গল থেকে উদ্ধার লেখক ও গবেষক প্রবাসী মাওলানা শামীম আহমদ হাফিজ আদিল আহমদের সংবর্ধনা হরিরামপুরে পাটগ্রাম সরকারি অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন-জোলা পুলিশ কর্তৃপক্ষ। হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

সুন্নাতি লেবাসে প্রত্যারক

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ভাম্যমান প্রতিনিধি

নাম মোঃ শরিফুল ইসলাম, পিতা মোঃ নুরুল ইসলাম, মাতা মোসা ঃ জাহানারা বেগম বাড়ী রাজশাহী জেলার চারঘাট থানায় গ্রাম কাঁকড়া মারী। তিনি পরিচয় দেন উনি ইংলিশে অর্নাস মাষ্টাস। চাকরি করেন বিভিন্ন প্রাইভেট স্কুলে, এবং থাকেন সুন্নতি লেবাসে।আর এই সুন্নতি লেবাস তার প্রতারনার মুল হাতিয়ার।কারন এদেশের মানুষ টুপি দাড়িওয়ালা লোক দেখলেই ভাবে উনি মনে হয় ভালো লোক।আর এই ভাবনায় আমি ও তাকে আশ্রয় দেই, বেশ কিছু দিন ধরে উনি আমার কাছে থাকতেন।আমি তাকে খাওয়া থেকে শুরু করে দোকন বাঁকি,রুম ভাড়া ও মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে দিই।কারন হলো সে আমাকে বলে উনি নাকি আগে শরিয়ত পুর ভেদরগঞ্জ চাকরি করত।সেখানে নাকি তার বেতন আটকিয়ে আছে। সেই টাকা উঠতে কিছু টাকা লাগবে, তখন তার কথা বিশ্বাস করে একটা এনজিও থেকে তাকে ৫০,০০০ টাকা আমি নিজে জামিনদার হয়ে উঠিয়ে দেই।তারপর গত ১২, ২, ২০২৫ তারিখে বলে, গাজীপুর জেলা পুবাইল থানা, মিরের বাজার জাপানি স্কুলে চাকরি হয়েছে।এবং সেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে জান। কিন্তু তার পর আর বাসায় আসেনা। তাকে ফোন দিলে উল্টা পাল্টা কথা বলে।তাই আমি নিজে ভুক্তভোগী হয়ে সবার কাছে অনুরোধ করছি, এই প্রত্যরককে দেখলে আমার এই নাম্বার এ কল দিন ০১৭০৭৩৭৫৮৪৪। এবং এই লোক থেকে সাবধানে থাকুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ