শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তারা গণমানুষের শত্রু – খান মোঃ রেজা-উন নবী 

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের ভাষা সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারকে স্মরণ করে বিভাগীয় কমিশনার বলেন, এদেশের জন্ম ভাষা, সংস্কৃতি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে। আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে ছাত্র-জনতার আন্দোলন, ৬২-এর ছাত্র আন্দোলন অথবা ছয় দফা থেকে শুরু করে ৬৯- এর আন্দোলন, সব কিছুতেই ভাষা-সংস্কৃতি ও বেঁচে থাকার অধিকার জড়িয়ে ছিল।

বাংলাদেশ প্রতিষ্ঠার একটি রক্তাক্ত অধ্যায় রয়েছে। এ রক্ত বিশুদ্ধ, এ আন্দোলন বিশুদ্ধ, মানচিত্র বিশুদ্ধ, পতাকা বিশুদ্ধ এবং এ জাতিও বিশুদ্ধ মন্তব্য করে খান মো. রেজা-উন-নবী আরো বলেন, আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের। তিনি আরো বলেন, বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ‌ ছাত্র-জনতাকে হত্যা করছে একই পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় নির্মমভাবে। আর কতদিন এরকম অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাবে দেশ বলে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।


এই ক্যাটাগরির আরো সংবাদ