নিজস্ব প্রতিবেদক:
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের ভাষা সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারকে স্মরণ করে বিভাগীয় কমিশনার বলেন, এদেশের জন্ম ভাষা, সংস্কৃতি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে। আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে ছাত্র-জনতার আন্দোলন, ৬২-এর ছাত্র আন্দোলন অথবা ছয় দফা থেকে শুরু করে ৬৯- এর আন্দোলন, সব কিছুতেই ভাষা-সংস্কৃতি ও বেঁচে থাকার অধিকার জড়িয়ে ছিল।
বাংলাদেশ প্রতিষ্ঠার একটি রক্তাক্ত অধ্যায় রয়েছে। এ রক্ত বিশুদ্ধ, এ আন্দোলন বিশুদ্ধ, মানচিত্র বিশুদ্ধ, পতাকা বিশুদ্ধ এবং এ জাতিও বিশুদ্ধ মন্তব্য করে খান মো. রেজা-উন-নবী আরো বলেন, আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের। তিনি আরো বলেন, বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ছাত্র-জনতাকে হত্যা করছে একই পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় নির্মমভাবে। আর কতদিন এরকম অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাবে দেশ বলে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin