অনলাইন ডেস্ক:
বরগুনাজেলাধীন বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে মাদ্রাসা বাজারে ভাড়া বাসা গলায় রশি ভেদে কিশোরী আত্মহত্যা করে । ২০ ফ্রেরুয়ারী রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত ৭ টায় দিকে এই ঘটনাটি ঘটে । কিশোরীর নাম জান্নাতুল ফেরদৌসি হাফসা (১৪) পিতা: মোঃ শামসুল হক। কিশোরীর অষ্টম শ্রেণির করুনা বালিকা মাদ্রাসার শিক্ষার্থী ।কিশোরী বাবার সাথে তার মায়ের বিচ্ছেদ হয় অনেক আগে । মেয়ে আর বাবা তারা সুখী ভাবে জীবনযাপন করতে ছিল । ঘটনার দিন কিশোরীর বাবার ডেকাটরের ব্যাবসা থাকায় সে অনুষ্ঠান পরিচালনার জন্য যায় বলে বলেন কিশোরীর পিতা ।
তিনি ভাড়া বাসায় থাকার কারণে বাসায় আসলে মেয়ে মৃত দেহ দেখে কথা বলার মত অবস্থায় ছিলেন না । আশেপাশের মানুষ থানায় খবর দিয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনার বিষয় বস্তুু জানার চেষ্টা করে এবং ঐ কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ।