শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নলছিটিতে পৌরসভার সড়ক উন্মুক্ত করা ও শ্মশান স্থানান্তরের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির নলছিটি শহরের প্রাণকেন্দ্রে নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসায় এবং শ্মশানে যাওয়ার জন্য পৌরসভা ভবনের পেছনের আটকে রাখা সড়কটি উন্মুক্ত করার দাবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের লাশ দাহ করার স্থান শহরের ভিতর থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৭ই ফ্রেব্রয়ারি) বেলা ১১টায় নলছিটি প্যের ভবনের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় জনসাধারণ সহ প্রায় পাচ শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা নাসিম হোসেন, এডভোকেট রেজা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলনের পৌরসভার সাধারণ সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান, নাইম তালুকদার, শিক্ষার্থী সাইফুল ইসলাম, স্থানীয় সমাজকর্মী বালী তূর্য প্রমুখ।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই শ্মশানের গেটটি তাদের সিমানায় নির্মানে দাবি জানান এবং নতুন গেট নির্মানে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। শহরের প্রাণকেন্দ্রে প্যের ভবন শ্মশানে দাহ করার স্থানটিকে নদীতীরে স্থানান্তরের দাবী জানান বক্তারা। আশির দশকে নলছিটি ফেরিঘাটে শ্ম্শানের জন্য জমি বরাদ্দ দেওয়া হলেও স্থনীয় হিন্দু সম্প্রদায় সেখানে লাশ দাহ না করে শহরের প্রাণকেন্দ্রে জনবসতিপূর্ণ আবাসিক এলাকায়ই লাশ দাহ করে অসছে। এতে যেমন শহরের পরিবেশ নষ্ট হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য ঝুকিতে রয়েছে আশপাশের বাসিন্দারাসহ পাশর্^বর্তী স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে পৌরসভার রেকর্ডীয় রাস্তার মুখে লোহার গেট লাগিয়ে তালাবদ্দ করে রেখে জনগনের চলাচলে বিঘœ সুষ্টি করেছে। রাস্তাটি উন্মুক্ত করা হলে ওই এলাকায় বসবাসকারি জনসাধারনসহ মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীরা সহজে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে। শ্মশানের নিরাপত্তাজনিত কারণে গেট দরকার হলে শ্মশানের প্রবেশদ্বারে একটি গেট নির্মাণ করে জনস্বার্থে নির্মিত পৌরসভার এই সড়কটি উন্মুক্ত করে দেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে মিছিলটি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়। ### ১৭ই ফেব্রæয়ারি ২০২৫ইং।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ