অনলাইন ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের অটোরিকশা চালক হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশা চুরির উদ্দেশ্যে অটো চালক পলাশকে শ^াসরোধ করে হত্যার পর চোরচক্র অটোরিকশা নিয়ে গিয়ে যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার সোমবার তার কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এ হত্যাকান্ডে সরসারি অংশ নেয়া দুজন সহ চারজনকে গ্রেফতারের কথা জানান।
তিনি বলেন, গ্রেফতার হওয়ার রকি ও জনি অটোরিকশা চুরির উদ্দেশ্যে অটোচালক পলাশকে শ^াসরোধ করে হত্যার পর, সরিষা ক্ষেতে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তারা চুরি করা অটোরিকশাটির বিভিন্ন যন্ত্রাংশ ৩৯ হাজার টাকায় বিক্রি করে দেয়।
এ ঘটনায় চোরাই মাল কিনার অপরাধে জুয়েল ও সানোয়ার হোসেন নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।