শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বসন্তের আগমনী বার্তা নিয়ে ববি ক্যাম্পাসে পলাশ ফুল 

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপিঠ বরিশাল বিশ্ববিদ্যালয় যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি। ফাগুনের বাতাসে যখন বসন্তের আগমনী সুর বয়ে যাচ্ছে, তখন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও নতুন রূপে সেজে উঠেছে । প্রকৃতির এই রঙিন পরিবর্তনের অন্যতম প্রতীক পলাশ ফুল। টুকটুকে লাল রঙে ছেয়ে যাওয়া ক্যাম্পাসের পলাশগাছগুলো যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে, চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক অভূতপূর্ব মোহনীয়তা।

শুকনো শীতের বিদায়ের পর যখন প্রকৃতি ধীরে ধীরে নতুন প্রাণ পাচ্ছে, তখন পলাশ ফুল তার সৌন্দর্য নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ববি ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে একাডেমিক ভবন, প্রশাসনিক এলাকা, মুক্তমঞ্ছ ও কেন্দ্রীয় খেলার মাঠের আশপাশ—সবখানে বসন্তের ছোঁয়া লেগেছে পলাশের লালে লাল আভায়।

গাছের শাখাগুলোতে যখন একে একে পলাশ ফুটতে শুরু করে, তখন মনে হয় প্রকৃতির ক্যানভাসে যেন কেউ রঙের ছোঁয়া দিয়েছে। নীল আকাশের নিচে রৌদ্রজ্জ্বল দিনে কিংবা গোধূলি লগ্নে এই দৃশ্য আরও মোহনীয় হয়ে ওঠে। লাল দেয়ালের বিল্ডিং ও পলাশ গাছের ডালে যখন টিয়াপাখি এসে বসে কুহু কুহু ডাকে তখন এক নৈসর্গিক আবেগ তৈরি হয়। প্রকৃতির এই অনবদ্য রূপ ববি শিক্ষার্থীদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়, যা তাদের পড়াশোনার ক্লান্তি দূর করে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বসন্ত মানেই নতুন আনন্দ, নতুন আমেজ । ক্যাম্পাসের পলাশগাছের নিচে বসে গল্প করা, বন্ধুদের সঙ্গে ছবি তোলা, কিংবা একান্তে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা—এসবই বসন্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।

ববি’র শিক্ষার্থীরা ক্যাম্পাসে বসন্তের এই রূপ দেখে মুগ্ধ। অনেকেই ফটোগ্রাফি করতে ব্যস্ত, কেউ কেউ কবিতা লিখে কিংবা সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করছে।

শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই নয়, পলাশ ফুল বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যেরও প্রতীক। কবি-সাহিত্যিকদের লেখায়, গানে, চিত্রকলায় পলাশ বারবার এসেছে বসন্তের রঙ হিসেবে। এ ফুল আমাদের প্রকৃতির সঙ্গে একাত্ম করে, মনে করিয়ে দেয় ঋতু পরিবর্তনের অপূর্ব সৌন্দর্যকে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তের আগমনে পলাশ ফুল শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও রাঙিয়ে চলেছে । এই লাল ফুলের উজ্জ্বলতা যেমন চারপাশকে সৌন্দর্যমণ্ডিত করছে, তেমনি শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিচ্ছে প্রাণের উচ্ছ্বাস। বসন্তের রঙে রাঙানো এই ক্যাম্পাস যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম, যেখানে পলাশ ফুল প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য উপহার।


এই ক্যাটাগরির আরো সংবাদ