শিরোনাম
সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, ‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি  স্থানীয় এমপির আশীর্বাদ হয়েযান চেয়ারম্যান,রাতারাতি কোটিপতি লোকমান সিলেটে চোরাকারবারিদের লাইনম্যান কনস্টেবল জুনাইদ সিলেটে অবৈধ সিএনজির দৌরাত্ম্য,যানজট-দুর্ঘটনা-চুরি-ডাকাতি বাড়ছে ! ছাতকে সেলস ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত  কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশিষ্টজনদের সম্মানে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ছাত্রদলের আহবায়কের পরকিয়ার ছবি ভাইরাল   সিলেটে ২১ কোটি টাকার চোরাই পন্য আটক, চোরাকারকারি দুলাল-জবের-রিশন অধরা, বিজিবির উপর হামলা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

ছেলের হাতে মায়ের খুন ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা’র দক্ষিণ ইউনিয়ন মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। 

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

এর আনন্দপুর গ্রামে নাছিমা আক্তার কে বটি দিয়ে কুবিয়ে হত্যা করা হয়েছে।

আজ ভোর আনুমানিক ৫ ঘটিকা সময় নাছিমা আক্তার (৬০) নামে এক মহিলাকে তার নিজ বাসস্থানে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ওই সময় ঐ কক্ষে

উনার সাথে উনার ছেলে সিয়াম মোল্লা (১৭)উপস্থিত ছেলে প্রথম অবস্থায় জিজ্ঞাসাবাদে সিয়াম মোল্লা স্বীকারোক্তি দেন যে উনি উনার মাকে হত্যা করেছে তবে ওই সিয়াম মোল্লা শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ও বলা যায় ওই সময় নাসিমা আক্তার এর স্বামী মিজান মোল্লা (৭০)

ঐ কক্ষে উপস্থিত ছিলেন না উনি ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন বের হওয়ার সময় উনার স্ত্রীকে সুস্থ এবং ভালো দেখে যান উনি ফজরের নামাজ পড়ে হাঁটার সময় খবর পেয়েছেন ওনার স্ত্রী কে খুন করা হয়েছে তেমন অবস্থায় ছুটে এসে বাড়িতে দেখেন উনার স্ত্রী যে বিছানায় ঘুমাতেন ওই বিছানাতে উনার লাশ পড়ে আছে উনার মাথায় ধাঁ দিয়ে কুবিয়ে রক্তাক্ত করে এবং লাঠি দিয়ে আঘাত করে খুন করা হয়,ওই স্থান থেকে একটি ধাঁ লাঠি উদ্ধার করা হয় এবং একটি রক্তাক্ত গেঞ্জি যেটা কিনা সিয়াম মোল্লার পড়নে ছিল,

প্রাথমিক অবস্থায় সিয়াম মোল্লা স্বীকারোক্তিতে বুঝা যায় উনার মাকে ওনি খুন করেছে কিন্তু সিয়াম মোল্লা’র বড় বোন নাদিরা খাতুন যে কিনা স্বামীর বাড়িতে ছিলেন সে বলেন আমার ভাই প্রতিবন্ধী তার কথায় কতটুকু সত্যি রয়েছে আমাদের জানা নেই।

খুনি সিয়াম মোল্লা বর্তমানে আখাউড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ