শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

আপত্তিকর নাচেন জন্য বিতর্কের মুখে উর্বশী, যা বললেন অভিনেত্রী

স্টাফ রিপোর্টার / ১৫৭ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক

বছরের শুরুতেই বিতর্কে জড়িয়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। ইতোমধ্যে মুক্তি পাওয়া গান ‘দাবিডি দিবিডি’ নেচে প্রবল রোষের মুখে পড়েন অভিনেত্রী। এবার নতুন করে সেই গানের নাচ নিয়ে বিতর্ক শুরু।

এর আগে গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘ডাকু মহারাজ’ সিনেমার ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, তা গানমুক্তির পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী ও নন্দমুরি। যদিও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছে বলে দাবি প্রযোজকের।

এ নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।। সিনেমার প্রচারে যে প্রশ্নই করা হোক— উর্বশী উত্তর দেন নিজের সিনেমা কেন্দ্র করেই। উর্বশী জানিয়েছেন মাত্র চার দিনেই ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার সিনেমা। যদিও এই সিনেমার ‘দাবিডি দিবিডি’ নাচের জন্য প্রবল রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন নেটিজেনরা। যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য এলে তার কাটাছেঁড়া হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী।

যদিও দিন কয়েক যেতে না যেতেই মত বদল অভিনেত্রীর। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল। একধাপ এগিয়ে উর্বশী বলেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজভাবে গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, আমি বুঝতেই পারিনি নাচটা দশর্করা এভাবে দেখবেন। একটা দল হিসাবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।

তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ওর মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দুজনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। ওর সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।

আর এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। গানের সাফল্যে অভিনেত্রী কেক কাটেন প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে। তার পরই ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দুজনে। সেখানেই উর্বশীর সঙ্গে নাচের মূল ভঙিমায় নাচতে শুরু করেন নন্দমুরি। এবার সিনেমায় যা দেখানো হয়েছে, সেটি নিজের মতো করে বদলে নিয়েছেন অভিনেতা। আর অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত ছুড়তে থাকেন নন্দমুরি। অভিনেত্রী সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি।

এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই ফের সমালোচনার ঝড় নেটদুনিয়ায়। শুধু এ ঘটনাই নয়, সিনেমার প্রচারে গিয়ে উর্বশীর হাতে এমন জোরে হাত রাখেন, তাতেও নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। সেটিই চোখে পড়েছে ভক্ত-অনুরাগীদের।

এর আগে ‘দাবিডি দিবিডি’ গানমুক্তির পরপরই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে কমল আর খান মন্তব্য করে লিখেছিলেন—এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা উচিত এমন নাচ যারা শুট করছেন। তিনি বলেন, সিনেমার জায়গায় নীল সিনেমা তৈরি করতে পারেন তো। উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।

এর পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছিলেন উর্বশী রাউতেলা— দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের, যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। তিনি বলেন, আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ