এম এন আলম সিনিয়র স্টাফ রিপোর্টার।
ভোলায় চ্যানেল এস ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান মুনছুর আলম এর উপর সন্ত্রাসী সেনা সদস্য আনোয়ারের বর্বরোচিত হামলা, টাকা ছিনতাই এর প্রতিবাদ, গ্রেফতার এবং শাস্তির দাবীতে
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা, ভোলা জেলা শাখা আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবদুস শহিদ তালুকদার, এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এন আলম, ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোঃ আলী জিন্নাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনের সকল সাংবাদিকদের বক্তব্যে একটি কথাই ফুটে উঠেছে যে সাংবাদিক মনসুরের উপর যেই হামলাটি হয়েছে, উক্ত সেনা সদস্য আনোয়ার কর্তৃক মূলত মনসুরের কাছে তার ব্যবসায়িক ১০ লক্ষ টাকা ছিল তা নেওয়ার উদ্দেশ্যই ছিল না,তাকে সেই নিতশংসভাবে কুপিয়েছে এবং মারাত্মক শরীরের বিভিন্ন অংশে আঘাত করেছে। তাই সকলের দাবি আসামিকে দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।