শিরোনাম
সুনামগঞ্জ এর ছাতকে শালি ধর্ষণের শিকার  তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা।  শেরপুর পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর! ফেনীতে দাবিকৃত ঘুষ না পেয়ে হয়রানি করার অভিযোগ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি ঢাবি’র প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক মা-বাবার পাশেই শায়িত হলেন  উখিয়ায় রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব হবিগঞ্জে আছিয়া ধর্ষণের প্রতিবাদে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত 
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

গাজীপুর শহরে-গ্রামে বড় ভাইদের নেতৃত্বে বেপরোয়া কিশোর গ্যাং, আতঙ্কে সাধারণ মানুষ 

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

গত বছর জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে নানা ধরনের অপরাধ। নতুন নতুন খাত এবং মাত্রা যুক্ত হয়েছে অপরাধে। এসব অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য এবং তরুণরা। দিন দিন বাড়ছে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, বাসাবাড়ি লুটসহ খুনের ঘটনাও। গাজীপুর মহানগর, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়েও এভাবে নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে একশ্রেণির কিশোর ও তরুণ। আর তাদের পেছনে আছেন স্থানীয় বড় ভাইয়েরা।

স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিটি কিশোর দল বা বাহিনীর পেছনে আছেন এলাকার একশ্রেণির বড় ভাই। যাদের ক্ষমতায় তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। এসব বড় ভাইরা কোনো না কোনোভাবে স্থানীয় রাজনীতিতে যুক্ত। এই বড় ভাইদের অধীনে থাকে ১৫ থেকে ২২ বছর বয়সী কিশোর ও তরুণেরা। এলাকায় আধিপত্য বিস্তার, মানুষকে হয়রানি, মারধর বা রাজনৈতিক মিছিলে এসব কিশোর-তরুণকে ব্যবহার করেন তারা

অনুসন্ধানে দেখা গেছে, এসব কিশোরের অধিকাংশই দরিদ্র পরিবারের। কারও বাবা রিকশা চালান, কারও বাবা চা বিক্রি করেন, আবার কারও মা-বাবা গৃহকর্মীর কাজ করেন। কিশোরদের কেউ স্কুল থেকে ঝরে পড়া, কেউ বা স্কুলেই যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, অপরাধের সঙ্গে জড়িত অধিকাংশ কিশোরই বিভিন্ন বস্তির বা গ্রাম এলাকার। তারা বেকার থাকায় যে কেউ এসব কিশোরকে দিয়ে সহজেই অপরাধ করাতে পারছে।

সরেজমিনে দেখা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিপজ্জনক কিশোর গ্যাং-এর সঙ্গে জড়িয়ে পড়ায় অভিভাবকসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দিন দিন এদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে চিন্তিত স্থানীয় পুলিশ প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন সদর, পূবাইল, টঙ্গী, বাসন, গাছা, কোনাবাড়ী, কাশিমপুর থানাসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে রয়েছে কিশোর গ্যাং গ্রুপ। এসব গ্রুপ বিভিন্ন নামে এলাকায় পরিচিত।

তথ্য বলছে, জেলা শহরকেন্দ্রিক কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা জড়ো হয় রাজবাড়ি মাঠে ও বাউণ্ডারীর দক্ষিণ পাশে, জোর পুকুরের উত্তর ও পূর্ব পাড়, দক্ষিণ ছায়াবিথী-হাড়িনাল রোডের কালভার্টে, লালমাটি, শ্মশান ঘাটে, বারেকের টেক, ফুলস্টপের গলি, বরুদা, ছায়াবিথী, রথখোলা, ভোড়া, হাজীবাগ, কাজীবাড়ি, পূর্ব চান্দনা, নীলের পাড়া রোড, পশ্চিম জয়দেবপুর (লক্ষ্মীপুরা), মারিয়ালী, কলাবাগান, দেশীপাড়া, ভূরুলিয়ার ময়লার টেক, ডুয়েট ও রয়েল ইনস্টিটিউট কেন্দ্রিক আশপাশের এলাকা, এটিআই গেট, শিমুলতলী বাজারসংলগ্ন উত্তর পাশে, চতর স্কুল গেট, ফাউকাল রেলগেট এলাকা, কাউলতিয়া, চান্দনা, কোনাবাড়ী, কাশিমপুর, পূবাইল, গাছা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় ছোট-বড় কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এদের মধ্যে আধিপত্য, মাদক, নারী, স্ট্যাণ্ড দখল, সিনিয়র-জুনিয়রসহ নানা ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, মারামারি হয় ও এমনকি খুনের ঘটনাও ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সারা দেশে ২৩৭টির মতো কিশোর গ্যাং রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ১২৭টি। এর সদস্য প্রায় ১ হাজার ৩৮০ জন। চট্টগ্রামে রয়েছে ৫৭টি। এর সঙ্গে জড়িত ৩০০ জন। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, গাজীপুর ও খুলনা মহানগরী এলাকায়ও বিভিন্ন নামে কিশোর গ্যাং গড়ে উঠছে। যারা খুন ও ধর্ষণের মতো অপরাধেও জড়াচ্ছে। নিজেদের মধ্যেও সংঘর্ষ-মারামারিতে জড়াচ্ছে এসব গ্যাংয়ের সদস্যরা। জেলা শহরগুলোতেও দিন দিন কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদেরও এ বিষয়ে দায়িত্ব থাকার কথা। কিন্তু তারা দায়িত্ব পালন করছেন কি? অনেক স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই যখন কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠে, তখন তাদের কাছ থেকে কী আশা করা যায়?

আবার অনেকেই বলছেন, পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় না হওয়ায় কিশোরেরা আদর্শহীনভাবে বেড়ে উঠছে। সন্তান কার সঙ্গে মিশছে, পরিবারকে অবশ্যই সে খেয়াল রাখতে হবে।

গাজীপুরের বিভিন্ন দলের সচেতন রাজনৈতিক নেতারা বলছেন, রাজনীতি মানুষের জন্য। অথচ এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বাড়ানোর জন্য যারা কিশোরদের হাতে অস্ত্র, মাদক তুলে দিচ্ছে, এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পৃষ্ঠপোষক বড় ভাইদের আইনের আওতায় আনতে হবে। নইলে সবাইকে এসব কর্মকাণ্ডের জন্য খেসারত দিতে হবে। দল কখনো বলেনা তোমরা অপরাধ করো বরং কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থে এসব কাজ করে।

গাজীপুরের পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং বন্ধে এবং কিশোর অপরাধ কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সচেতনতা তৈরিতে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ