অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমার আপনার প্রতিক হল ধানের শীষ —–তামিম ইয়াহয়া
কামাল খান :: সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া বলেন জিয়া পরিবার সবসময় অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিপক্ষে ছিল। মানুষের স্বার্থ এবং দেশের মানুষকে নিরাপদ রাখতে কাজ করেছে। বিএনপি কখনো অন্যায় প্রশ্রয় দেয়নি। এই কারণে বিএনপি দেশের প্রতিটি মানুষের মনি কোঠায় স্থান করে নিয়েছে। জিয়া পরিবার এবং ধানের শীষ হচ্ছে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধের প্রতিক।
তিনি শুক্রবার রাতে গোলাপ গঞ্জ বাঘা এখলাছপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি নিয়ে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারী মনজুর আহমদ। মিসবাহ আহমদের পরিচালনায় এসময় উপস্থিত:ছিলেন উপজেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি রায়হান আহমদ, মিনহাজ আহমদ, মাসুদ আহমদ, ছায়িম আহমদ ও লিমন আহমদ।
উঠোন বৈঠকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ।