শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

প্রতিভাবান ফুটবলার সৃষ্টি করতে সিলেটে প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন 

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

প্রতিভাবান ফুটবলার সৃষ্টি করতে সিলেটে প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন 

 

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ জনপদের ক্রীড়ামোদী মানুষের প্রিয় খেলা ও খেলার রাজা খ্যাত ফুটবলে প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টি করতে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাফুফ।

প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টিসহ দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর উদ্যোগে ১৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়াম ভবনে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাফুফে সি লাইসেন্সপ্রাপ্ত ২৪ জন প্রশিক্ষকের অংশগ্রহণে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্স-২০২৫ (পার্ট ১) এর উদ্বোধন করে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।

এসয় তিনি তার বক্তব্যে ফুটবলের প্রসারে তৃণমূল পর্যায়ে ফুটবলারদের গড়ে তোলার ঊপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলারদের সঠিক পরিচর্যার জন্য যেসব কোচ বা প্রশিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মানোন্নয়নে এ ধরনের কোচিং কোর্সের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক ক্রীড়াবিদ সাইফুল বারী টিটু,  শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিত সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, বাফুফের টেকনিক্যাল এডমিনিস্ট্রেটর মাহবুব আলম পোলো, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন ও মহি উদ্দিন রাসেল এবং ফুটবল কোচ মাহবুবুর রহমান রিপন।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ