এসএমপি, ডিবির অভিযানে ৩৭ (সাঁইত্রিশ) পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৪ জন গ্রেফতারঃ-
১১/১১/২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ১৫.২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন রাজপাড়া গলির মুখে শাহবুদ্দিন এর পরিত্যাক্ত চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২২ (বাইশ) পিস ইয়াবাসহ ১। জনি আহমেদ (২৬), ২।মোঃ ইমান আলী (২৪)‘কে আটক করেন। পরবর্তীতে উক্ত আসামীদের সাথে নিয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন টিলাগড় সুইপার কলোনীতে অভিযান পরিচালনা করে ১৫(পনের) পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩। বিজয় হরিজন (৩৫),৪। উজ্জল হোসেন (২৭)‘কে আটক করেন।
আটককৃতরা হলেনঃ১। জনি আহমেদ (২৬), পিতা- খোরশেদ আলম, মাতা-ইয়াছমিন বেগম, সাং-লক্ষীপুর, পোঃ লালাবাজার, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে-সাং-পূরবী আ/এ, থানা-শাহপরাণ (রহঃ), এসএমপি, সিলেট, ২। মোঃ ইমান আলী (২৪), পিতা-মোঃ নান্নু মিয়া, মাতা-শাহেনা বেগম, সাং-সুদরা, পো-বিজয়পুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, বর্তমানে-সাং-এভারগ্রীন, ঝেরঝেরিপাড়া, থানা-কোতোয়ালী, এসএমপি, সিলেট, ৩। বিজয় হরিজন (৩৫), পিতা-যমুনা হরিজন, মাতা-রিনা হরিজন, সাং-সুইপার কলোনী, টিলাগড়, থানা-শাহপরাণ (রহঃ), এসএমপি, সিলেট, আসামী ৪। উজ্জল হোসেন (২৭), পিতা-মৃত কামাল হোসেন, মাতা-মমতা বেগম, সাং-সৈয়দপুর,ব্লক-বি, মেজরটিলা, থানা-শাহপরাণ (রহঃ), এসএমপি, সিলেট।
উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৬,তারিখ-১২/১১/২০২৫খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক)/৪১ রুজু করা হয়। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।