শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

একটি দল ভোট পাওয়ার জন্য মনোগ্রাম থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছে নাউজুবিল্লাহ –বদরুজ্জামান সেলিম 

স্টাফ রিপোর্টার / ৮৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

একটি দল ভোট পাওয়ার জন্য মনোগ্রাম থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছে নাউজুবিল্লাহ –বদরুজ্জামান সেলিম 

 

নিজস্ব প্রতিবেদক :সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, জনগণ ভোট চায় কিনা এটার জন্য গণভোটের কোন প্রয়োজন নেই। দেশের সকল মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়। ভোট চাই কি চায় না এটার জন্য এনসিপি আর জামায়াতে ইসলামকে ছবক দিতে হবে না। এটা একটা ষড়যন্ত্র, চক্রান্ত আর প্রহসনের নাটক । অন্তর্বর্তীকালীন সরকার , এনসিপি ও প্যাকেজ এ ইসলাম কে এ ধরনের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা প্রয়োজন। মানুষ ভোট চায় কিনা এর জন্য হ্যা না ভোটের কোন প্রয়োজন নেই। 

তিনি বলেন একটি দল অন্যের ভোট পাওয়া আর চাওয়ার জন্য দলের মনোগ্রাম থেকে আল্লাহু নাম বাদ দিয়েছে । আমরা তাদেরকে কি বলবো? নাউজুবিল্লাহ। তারা মসজিদে, মাদ্রাসায় গিয়ে হামলা করে। মাজার মানে না, ইদানিং হিন্দুর মন্দিরে গিয়ে ভোট পাওয়ার জন্য তাদের মন্ত্র জপছে।  ধানের শীষ আল্লাহর দান একটি প্রতীক, এই প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে খালেদা জিয়া, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সিলেটের ইতিহাস টেনে বলেন, সিলেট-১ মর্যাদার আসন। আসনটি বিএনপি অনেক চিন্তা করে পারিবারিক ইতিহাস ঐতিহ্য রাজনীতি ও নির্বাচনে বিগত দিনে সিলেট ১ আসনের বিষয়ে পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির কে মনোনয়ন দিয়েছে।

আমরা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে সংসদে পাঠাতে প্রয়োজন সকলের সহযোগিতা  ধান এবং কৃষকের মধ্যে একটা শক্তিশালী সম্প্রীতি, সম্পর্ক,বন্ধন রয়েছে। ধানের শীষ প্রতীক বিজয়ী করার জন্য

সিলেটে কৃষক দল সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১ নং ওয়ার্ড সিলেটের উদ্যোগে সম্মেলন ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে ১২ নভেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন একটি দল প্রহসনে নির্বাচনের মাধ্যমে ডাকসু সহ দেশের বিভিন্ন ভার্সিটিতে নির্বাচন করেছে আপনারা তা দেখেছেন। এখন তারা শেখ হাসিনার মত স্বৈরাচারীভাবে চিরস্থায়ী বন্দোবস্ত নিতে চায়।

মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নোমানুর রশিদের সভাপতিত্বে ও নোমাউদ্দিন রিপনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার , জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন কবীর শাহীন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান।

বক্তব্য রাখেন,, সিলেট মহানগর কৃষক দলের অর্থ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপির সাবেক সদস্য সাইফুল হাসান শোয়েব,মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনহার আলী তালুকদার,সিলেট মহানগর কৃষক দলেরসহ সভাপতি একরাম হোসেন মারুফ, সিলেট মহানগর কৃষক দলের মহিলা সম্পাদিকা হালিমা বেগম।

পরিশেযে অতিথিবৃন্দের সাথে সিলেট শাহজালাল মাজার বেষ্টিত মর্যাদা সম্পন্ন সিলেট মহানগরের এক নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কুশল বিনিময় করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ