মাদানি সিটিতে জিরার বড় চালান জব্দ, তদন্তে পুলিশ
বিশেষ প্রতিবেদক:: সিলেটে অবৈধ পণ্যবিরোধী অভিযানে আরও একটি বড় চালান জব্দ করা হয়েছে। শনিবার (ভোররাতে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল চালিবন্দর এলাকার মাদানি সিটির একটি প্লটে অভিযান চালায়।
পুলিশ জানায়, সেখানে একটি ছাগলের খামার ঘর থেকে ৭৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে, যার উৎস ভারত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, এসব জিরা অবৈধ পথে দেশে প্রবেশ করানো হয়ে থাকতে পারে।
সূত্র আরও জানায়, সম্প্রতি কালিঘাট ও লালদীঘির পাড় এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান জোরদার হওয়ায় চালানটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এরই অংশ হিসেবে জিরাগুলো মাদানি সিটির একটি খামার ঘরে মজুত করা হয়।
অভিযানের পর থেকে চালানটির সাথে জড়িত থাকার অভিযোগে এক স্থানীয় ব্যবসায়ীর নাম আলোচনায় আসে। বিভিন্ন সূত্রে জানা যায়, চালানটি উদ্ধারের পর সেটি থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ চলছে। সংশ্লিষ্ট পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জিরাগুলো একটি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বৈধ কাগজে কেনা হয়েছে, যদিও বিষয়টি এখনো যাচাই পর্যায়ে রয়েছে।
এ ঘটনায় এসএমপি জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং বৈধতা প্রমাণের আগে কোনো চালান ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।