শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

সৈয়দ আবুল হোসেন স্মৃতিফলক উদ্বোধন  সিলেটের ব্যবসায়ী সৈয়দ তালিমদের ৭ শতক জায়গায় জনস্বার্থে রাস্তা উন্মুক্ত 

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সৈয়দ আবুল হোসেন স্মৃতিফলক উদ্বোধন  সিলেটের ব্যবসায়ী সৈয়দ তালিমদের ৭ শতক জায়গায় জনস্বার্থে রাস্তা উন্মুক্ত 

 

নিজস্ব প্রতিবেদক :ব্যবসায় প্রতিষ্ঠিত ছোটবেলা থেকেই সৈয়দ তালিম হোসেন। সমাজকর্মী হিসেবে মানুষকে সহযোগিতা , বিপদে পাশে গিয়ে দাঁড়ানো তার নেশা।  ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে ঐতিহ্য ধরে রাখতে সকল ধরনের প্রাণপণ চেষ্টা -ই চালিয়ে যাচ্ছেন তিনি পরিবার-পরিজনকে নিয়ে। 

 

ধার্মিক পরিবার খ্যাত সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেবের পুত্র তিনি সৈয়দ তালিম হোসেন সিলেটের শাহ পরান (র;)এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের বনগাঁ -২ এলাকায়।

দীর্ঘদিন থেকে রাস্তা জনিত দুর্ভোগে থাকা গ্রামবাসীর কথা চিন্তা করে চলাচলের কোন ব্যবস্থা না থাকায় নিজের সাত শতক জায়গায় উন্মুক্ত করে দেন একটি রাস্তা। যে।টি দিয়ে সাধারণ মানুষ বনগাঁও ২ থেকে সরাসরি কুলাউড়া -রাঙ্গিছড়া টু কালি টি চা বাগান রোডে যাতায়াত করতে পারবে।

হাজার হাজার লোকের বাসস্থান বনগাঁও ২ গ্রামে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় এলাকাবাসী ও আনন্দিত। জনস্বার্থে রাস্তা উন্মুক্ত করা ও স্থানীয় বাসিন্দা মরহুম সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেবের স্মৃতি স্মরণে সৈয়দ বাড়ী নতুন গেইট এর শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম।

 

৩১ অক্টোবর শুক্রবার সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সহকারি কমিশনার (ভূমি) প্রধান অতিথির বক্তব্য বলেন, আজকাল জনগণের স্বার্থে কাজ করার মতো মানুষের অভাব প্রকট। মরহুম সৈয়দ আবুল হোসেন পীর সাহেবের সন্তানরা শতশত গ্রামবাসীর চলাচলের জন্য রাস্তায় জায়গা দিয়ে বড় মন ও মহত্বের পরিচয় দিয়েছেন। তাদের এই দান চিরস্মরণীয় হয়ে থাকবে। এসব ভালো কাজই সমাজে সহাবস্থান ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

 

মরহুম সৈয়দ মৌলভী আবুল হোসেনের পুত্র সমাজসেবক সৈয়দ তালিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স , সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, মরহুম সৈয়দ আবুল হোসেনের জামাতা সমাজসেবক মোহাম্মদ ইসলাহ উদ্দিন জোয়ারদার ও চান মিয়া,

দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক আলাউদ্দিন কবির, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম (দানা মিয়া), কুলাউড়া সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া, মুরব্বী আকলিছ মিয়া, বাবুল হোসেন চৌধুরী, কামাল আহমদ, আব্দুল খালিক, জুবের হান্নান, হাফিজ জুবেল আহমদ, মোবারক হোসাইন বাবলু, অরুণ কালোয়ার, সিপাউল ইসলাম প্রমূখ। দোয়া শেষে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো:ওমর ফারুক সহ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন রাস্তার ভূমি দাতা এবং সৈয়দ বাড়ি নতুন গেট নির্মাণকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ তালিম।

 

উল্লেখ্য , রাস্তায় ৭ শতক জমিদানসহ পুরো রাস্তা রক্ষণাবেক্ষণ এবং স্মৃতি ফলক নির্মাণ করায় দাতাদের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ ও এলাকাবাসী।    উন্মুক্ত হওয়া রাস্তাটি এলাকাবাসীর একমাত্র চলাচলের মাধ্যমে। যার নাম অনুসারে সৈয়দ বাড়ীর নতুন গেইট এর স্মৃতিফলও উদ্বোধন করা হয়েছে সেই সৈয়দ আবুল হোসেন পীর ১৯৯৬ সালে ইন্তেকাল করেন। তার স্মৃতিতেই গেট নির্মাণ করে পরিবার পরিজন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ