সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক; পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান
বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের সংগঠন সিলেটের কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় স্থানীয় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর নব-নির্বাচিত সভাপতি মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন এর সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক, ব্যাংকার, শিক্ষক, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)এর অভিষেক অনুষ্ঠান আগত অতিথিবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও দায়িত্ববোধের প্রতীক হয়ে কাজ করার তাগিদ দেন। সকল বক্তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে আহবান জানান। কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হিসেবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) দাতা সদস্য আহমেদ শাহ নেওয়াজ লিটন, সাপ্তাহিক হলি সিলেট এর নির্বাহী সম্পাদক ও এটিএন বাংলা ইউকে- প্রতিনিধি জহিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান, জেলা বিএনপির উপদেষ্টা হাজী সিকন্দর আলী, বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্হাপক এএফএম শাহিদুল ইসলাম (এসপিও), সিলেট জেলা শাখার এসইউজে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি কামরুল হাসান জুলহাস, সিলেট জেলা এসইউজে-এর সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাদ্দাম, এসইউজে-এর জেলা শাখার অর্থ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাজু, দৈনিক মর্নিং পোস্ট-এর সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাও, আব্দুল মুখিত, হলি সিলেট প্রতিনিধি শামসুদ্দিন আহমেদ, বিএনপি নেতা সাবেক মেম্বার এলাইচ আহমেদ, উপজেলা বিএনপি নেতা বশির আহমদ, উপজেলা বিএনপি নেতা, হাজী আব্দুল বাশার, সিইউজে-এর উপদেষ্টা হাজী আলকাছ আলী, উপজেলা বিএনপি নেতা উছমান খাঁ, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখার সদস্য একে আজাদ, শিক্ষক নেতা আবুল খায়ের মাষ্টার, বিয়াম ল্যাবরেটরী স্কুল-এর প্রিন্সিপাল আজাদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন আলী ও ইসমাইল আলী, মোহাম্মদ জালাল উদ্দিন, মোঃ সুনা মিয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানের এক বিশেষ অংশে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানায় ১০ জন ছাত্রকে পবিত্র আল-কোরআন হাদিয়া দেওয়া হয়। হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠান শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যদের মধ্যে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সাংবাদিক সমাজে নব উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চায় সিইউজে-র অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।