শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাও ইউনিয়নে চলছে অবৈধ বালু উত্তোলন!হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাও ইউনিয়নে চলছে অবৈধ বালু উত্তোলন!হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি

 

বিশেষ প্রতিবেদক::সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আনন্দ বাজারসংলগ্ন বুধিগাও হাওড় গ্রামের সারি নদীর তীরবর্তী অংশে ড্রেজার বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে,স্থানীয় প্রশাসনের বিট অফিসার এস আই তানজিলকে ম্যানেজ করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী বালুখেকো চক্র।

এতে করে মারাত্মক হুমকির মুখে রয়েছে সারি নদীর দুই তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফসলি জমিসহ বসতবাড়ি।নদী ভাঙনের কবলে বাওন হাওড়-শেওলারটুক গ্রামের মসজিদ, কবরস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়িসহ শত হেক্টর ফসলি জমি।

এদিকে স্থানীয়দের অভিযোগ,প্রশাসনের নাম ব্যবহার করে বিট অফিসারের সামনেই প্রতিদিন ড্রেজার নৌকা থেকে চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী চক্র।যদিও অবৈধ বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।

বর্তমান বস্থায় গাতিগ্রাম,আনন্দবাজার,সীমারবাজার ও নলজুরী খালের মুখ সংলগ্ন সরকারি বেড়িবাঁধের কাছে সারি নদী ও নলজুরী খালে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন চলছে।একই চিত্র দেখা যাচ্ছে নাইন্দার হাওড়,তিতকুল্লী হাওড় ও বালি হাওড়সহ বিভিন্ন এলাকায়।

এই অবৈধ কর্মকাণ্ডের ফলে সারি নদী দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং নদীপাড়ের শত শত বিঘা ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় এলাকার লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধানিষেধ করলে তারা উল্টো প্রশাসনের ভয় দেখায়- এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি,প্রতিবছর বর্ষার মৌসুমে এলাকার একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের মাধ্যমে আনন্দ বাজারসংলগ্ন সারি নদী থেকে অবৈধভাবে প্রায় অর্ধকোটি ঘনফুট বালু হরিলুট হয়। নদী ভাঙনরোধে অবৈধ বালু উত্তোলনে কেউ বাধানিষেধ করলে তাদের উপর হামলা চালায় সংঘবদ্ধ চক্রের সদস্যরা। একই চিত্র গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লীর হাওড়, নাইন্দার হাওড়, বালি হাওড়, সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমার বাজারসহ সরকারি রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা, বসতবাড়ি, ফসলি জমি। এতে করে ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ।

এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের বিট অফিসারের যোগসাজশে চলছে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জানান, সারি নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বুধিগাও এলাকাসহ আশপাশের এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট মসজিদ, কবরস্থান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান,প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা তোলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “সারি নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

একই ব্যাপারে জানতে বিট অফিসার তানজিলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে আমার জানা নেই, আমাকে তথ্য দেন দেখি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ