বিএনপি সবসময় উন্নয়নের বিশ্বাসী গোলাপগঞ্জ উপজেলায় –তামিম ইয়াহয়া
কামাল খান ::: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপি সবসময় উন্নয়নের বিশ্বাসী। দেশের মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে৷ এদেশের মানুষ টানা ১৭ বছর ছিলো উন্নয়নের বঞ্চনার শিকার। রাস্তাঘাট, ব্রীজ, নদীভাঙ্গনরোধ কিছুই করেনি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সকল ধরণের উন্নয়ন করবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নের জন্য তারেক রহমানের এই ম্যাসেজ ঘরে ঘরে পৌছে দিতে হবে।
তামিম ইয়াহয়া আহমদ বলেন, আমার প্রয়াত বাবা মাওলানা রশীদ আহমদ আজীবন মানুষের জন্য রাজনীতি করে গেছেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের অনেক উন্নয়নে তিনি অবদান রেখেছেন। এই দুই উপজেলাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিলো। কিন্তুু তিনি সেই সুযোগ পাননি। আমি তার সন্তান হিসেবে আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে আগামী নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এজন্যই তিনি সকলের দোয়া ও ভালবাসা কামনা করেন। তিনি বুধবার রাতে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ লামা চন্দরপুর গ্রামে রফিক উদ্দিন সাহেবের বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিক উদ্দিন। আরিফ জিলুর পরিচালনা করেন, এতে বক্তব্য রাখেন বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,হেলাল উদ্দিন, সাহেদ আহমদ, ইকবাল আহমদ, খুরশেদ আলম, সাহাব উদ্দিন,হাজি সফাত আলি,আলিম উদ্দিন ও ফয়সাল আহমদ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিকাওয়াত করেন সাবলু আহমদ।