সারী-গোয়াইনঘাট সড়কে অভিযানে বালুভর্তি ১২টি গাড়ি আটক!
গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কে অবৈধভাবে পাচার হওয়া বালু বোঝাই ১২ টি ট্রাক গাড়ি আটক করে বালু জব্দ করছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। রোববার (১২ অক্টোবর) রাতে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক। আটককৃতদের মুচলেকা নিয়ে বালু জব্দ করে গাড়ি গুলো ছেড়ে দেয়া হয়।