ব্যবসায়ীর শামীম আহমদের শ্রীলঙ্কা ও মালদ্বীপ সফর উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক ;: সিলেট নগরীর বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ শ্রীলংকা ও মালদ্বীপ ব্যবসায়ী সংক্ষিপ্ত সফর উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১২ অক্টোবর রবিবার বিকেল ৪ টায় সিলেট নগরীর জিন্দাবাজারে গ্রিন ডিজেবল ফাউন্ডেশন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার।ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়েজিদ খানএর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সল আমিন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বন্দর লালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এপেক্সিয়ান মোহাম্মদ সাহেদ আহমদ, দৈনিক ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান। আলোচনা পূর্বে প্রতিবন্ধী শিক্ষার্থীরা
কেরাত, নাতে রাসুল পাঠ করেন প্রাণবন্তভাবে।দোয়া পরিবেশন করেন ধর্মীয় শিক্ষক আনিসুল হক। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ শাহজাহান আহমদ, আফজাল শিকদার, স্বরূপা বেগম, ডিজিএফ সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেট তাজকিরা জান্নাত সুইটি, সদস্য ফাতেমা বেগম, শিলন বেগম, নুরজাহান বেগম, অভিভাবক রোকেয়া বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি,খাদিজাতুল কুবরা শিফা সহ অন্যান্যরা।