সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা তাঁতীদলের সৌজন্যে সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার::: ৫ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর কার্যালয়ে সিলেট জেলা নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত,
সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর, সিলেট জেলা তাঁতী দল সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল। সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, যুগ্ম আহবায়ক এডভোকেট আমিনুর ইসলাম খান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, সদস্য মুহিবুর রহমান এপল, মোঃমোহন আহমদ সিলেট জেলা তাঁতী দল সদস্য।
সিলেট জেলা তাঁতীদল নব গঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার স্বুস্বাস্থ দীর্ঘায়ু কামনা করেন এমরান আহমদ চৌধুরী,এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।