শিরোনাম
হরিরামপুরে সামান্য ঠান্ডা- জ্বরে ডাঃরিজুয়ান শিশুদের দিচ্ছেন,এন্টিবায়োটিক, স্টেরয়েড,ডাইক্লোফেনাক   নান্দনিক সিলেট গড়ার লক্ষ্যে কাজ করছেন খন্দকার মুক্তাদির  আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।  সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত সিলেটে জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ হরিরামপুরে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।  ছাতক-দোয়ারবাজারে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে——-সাবেক এমপি মিলন  সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত ।
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

নান্দনিক সিলেট গড়ার লক্ষ্যে কাজ করছেন খন্দকার মুক্তাদির 

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নান্দনিক সিলেট গড়ার লক্ষ্যে কাজ করছেন খন্দকার মুক্তাদির 

 

স্টাফ রিপোর্টার::নান্দনিক সিলেট গড়ার লক্ষ্যে কাজ করছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির। সিলেট বিভাগে শিল্প কারখানা নির্মান,বেকারত্ব দূরীকরণ, ইভটিজিং প্রতিরোধ সহ নানান সমস্যার সমাধানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ও আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন জায়গায় সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন তিনি।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের জন উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগনের উন্নয়নে কাজ করে যেতে হবে। সমাজের সকল স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং একটি সমৃদ্ধিশালী দেশ গড়তে হবে।

তিনি আরোও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অবকাঠামোগত উন্নয়নে আমাদের কাজ করতে হবে। তার সাথে সাথে সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত উন্নয়নে আমাদের কাজ করতে হবে। জনগণের ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নতি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো জন উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ক্ষমতায়ন এবং তাদের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদের।

তিনি বলেন, দেশের উন্নয়ন ততক্ষণ পর্যন্ত টেকসই হবে না, যতক্ষণ না জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই সবাইকে জনগণের মান উন্নয়নে কাজ করে যেতে হবে।

তিনি শুক্রবার (৩ অক্টোবর) বাদ এশা মহানগরীর ১১ নং ওয়ার্ডের লালাদীঘির ও উত্তর কুয়ারপাড় সর্বস্তরের জনগণকে নিয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

এ-সময় উপস্থিতি ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সহ মহানগর ও জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ