সেলিম মাহবুব:
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমানের ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে গ্রাজুয়েট আছিয়া বিনতে রমজানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি আসকির আলী, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, শাহগির বখত ফারুক, নুরুল ইসলাম মাহবুবসহ বিএনপি ও বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজসহ বিলেতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক গ্রাজুয়েট ও শিক্ষার্থী ।
অক্সফোর্ড ও কেমব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরিচিত হন এবং তারেক রহমানও তাদের খোঁজ-খবর নেন। বিয়ের অনুষ্ঠানটি নবীন ও প্রবীণদের এক প্রাণোচ্ছল মিলনমেলায় রূপ নেয়।