শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

নগরীর পশ্চিম কাজলশাহ বাগবাড়ী বাজারে টিসিব পন্য বিতরনে অনিয়ম

স্টাফ রিপোর্টার / ৬৯ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিবেদক:
সিলেট নগরীর বাগবাড়ী বাজারে টিসিবির পন্য বরাদ্দে অনিয়ম। বাগবাড়ী বাজারে ইনায়া ট্রেডার্স এর হামিদ ও ডিলার কামরুল বর্তমান প্যাকেজের ৪ টি পন্য বিতরনে অনিয়ম করেন।

টিসিবির এই মুহূর্তের (অগাস্ট ২০২৫) পণ্যের প্যাকেজে চাল, সয়াবিন তেল ও ডাল রয়েছে, যার মধ্যে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। এই প্যাকেজটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে কেনা যায়, এবং মূল্য প্রায় ৫৪০ টাকা।

প্যাকেজে যা থাকছে: চাল: প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি। সয়াবিন তেল: প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার। মসুর ডাল: প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি। চিনি: প্রতি কেজি ৭০ টাকা দামে ১ কেজি।

সরজমিন ঘটনাস্থলে গিয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ক্রেতাদের কাছ থেকে, জানা যায়, বাজারের একটি দোকান ব্যতিত বাকি দুই ডিলারের নিকট চাল পাওয়া যায় নি। তাছাড়া ডিলারদের দোকানে পন্য ও মুল্য তালিকার ব্যানার নাই। সরকার কতৃক প্রতিটি ডিলারকে পন্য ও মুল্য তালিকা প্রকাশ করে ব্যানার দেওয়া হলে তা কেউ প্রকাশ করছেন না।

ক্রেতা মুন্না জানান আমরা সময় মত টিসিবি পন্য পাইনা। টিসিবি পন্য কখন আসে কখন বিতরণ হয় তা আমরা জানতে পারি না। সময় মতো পন্য না পাওয়া ও নির্দৃিষ্ট না পাওয়ার অভিযোগ অনেকের।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা জানান, আমরা ডিলার হামিদ ও ডিলার কামরুল সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা প্রতিবার টিসিবির পন্য বিতরনে অনিয়ম করেন। আজকের প্যাকেজে চাল,ডাল,চিনি, সয়াবিন তেল থাকলে ও মাত্র দুটি পন্য দিয়ে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।

এব্যাপারে ডিলার কামরুলের নিকট জানতে চাইলে তিনি দোকান তালা মেরে বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে তাদের মাধ্যমে কতিপয় অসাধু চক্র প্রতিবেদককে আর্থিক ভাবে প্রলোভন দেখান। এরপর নিউজ না করতে যুবদলের কয়েক জন নেতা কে দিয়ে রিকুয়েষ্ট করা হয়।

এব্যাপারে সিলেট শহরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিচালকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। প্রয়েজনীয় ব্যবস্থা নিবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ