মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
গত ২৭ আগস্ট ২০২৫ বুধবার বিকালে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব সরোয়ার আলম মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা শ্রমিক নেতৃবৃন্দ।পাশাপাশি তারা শাহজালাল সার কারখানার স্থগিতকৃত সিবিএ নির্বাচন অনতিবিলম্বে সম্পন্ন করার জন্য নবাগত জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।স্মারকলিপি প্রদান কালে ডিসি মহোদয়ের উদ্দেশ্যে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আপনার সততা ও সাহসিকতা সর্বজন বিদিত। আপনার আগমনে সিলেটের সর্বস্তরের মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। তারা আরো বলেন,এস এফ সি এল এর সর্বস্তরের শ্রমিক কর্মচারীর পক্ষে আমরা বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি যাতে আপনি একটি অবাধ,সুষ্ঠু ও স্বচ্ছ সিবিএ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেন।জেলা প্রশাসক মহোদয় ধৈর্য সহকারে নেতৃবৃন্দের সকল কথা শুনেন। তিনি ভোটের মাধ্যমে সিবিএ প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করেন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন । সিবিএ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনাব নাঈমুল করিম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন অর রশিদ এর নেতৃত্বে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাহেদুল ইসলাম জাসলু, আবু শামীম, মইনুদ্দিন, সোহেল চিশতি,আরিফ আহমেদ, মোজাম্মেল হক রুহেল, এজাজুর রহমান ইমন, মাসুদ রানা, মনিরুজ্জামান, ওবায়দুল হক প্রমূখ