শিরোনাম
হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত। রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক বিএম এসএস এর তীব্র নিন্দা সুনামগঞ্জে কবি পপি ভৌমিক”র প্রথম কাব্যগস্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান ভৈরবে এনসিপির পথসভা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে ভৈরবকে জেলা ঘোষণা করা হবে ময়ূরপঙ্খী স্টার এওয়ার্ড পান তুলতুল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার টিম গঠন এসএসসি ও দাখিল– A+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানায় ইসলামী ছাত্রশিবির ভৈরব শাখা ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে – প্রধান নির্বাচন কমিশনার
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে – প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া আগামী নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করাও আরেকটি চ্যালেঞ্জ। কারণ, মানুষ অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলো। স্বচ্ছতার সাথে নির্বাচন আয়োজন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা রাতের বেলায় নির্বাচন সংশ্লিষ্ট কোন কর্মকা- করতে চাই না, দিনের বেলায় সকল কাজ হলে স্বচ্ছতা নিশ্চিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আয়োজিত নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। সবাই মিলে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
প্রধান নির্বাচন কমিশনার আজ ২৬ জুলাই (শনিবার) সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে একথা বলেন। তিনি বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুল বা অপতথ্য ছড়ানোর বিষয়টি আমাদের ভাবাচ্ছে। আগামী নির্বাচনকালে অপতথ্যের বিস্তার এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার বড় হুমকি হিসেবে দেখা দিতে পারে। আমরা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এসমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করছি। এটি আধুনিক যুগের আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়ে মারাত্মক। সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষকে সচেতন করতে এবং এ সমস্যা সমাধানে প্রচলিত গণমাধ্যমগুলোর সহায়তা প্রয়োজন। একই সাথে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে গণমাধ্যমের ভূমিকা দরকার। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ। তবে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে এ চ্যালেঞ্জ উতরাতে পারবো বলে বিশ^াস আছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সারাদেশে সম্ভাব্য আইনশৃঙ্খলাজনিত হুমকিগুলো পর্যালোচনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন আশঙ্কা থাকলে তা মোকাবেলার প্রস্তুতি আমাদের থাকবে। ২০২৪ এর ৫ আগস্ট ও তার ঠিক পরের সময়টিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ছিলো। কিন্তু এখনকার পরিস্থিতি সে সময়ের তুলনায় অনেক ভালো। নির্বাচনের তারিখ আসতে আসতে পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা করা যায়। ব্রিফিংকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ