বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখা সহ আশপাশ উপজেলার পর্যটকদের কথা চিন্তা করে উপজেলার দাসেরবাজার ডুবাই রোডে যাত্রা শুরু করেছে আরিয়ান ক্যাফে এন্ড পার্টি সেন্টার। দাসের বাজার ডুবাই রোডে খেজুর গাছের পাশেই অবস্থিত উন্নত ডেকোরেশন ও মনোরম পরিবেশে আরিয়ান ক্যাফে এন্ড পার্টি সেন্টারে মিলবে, বাংলা ও ইন্ডিয়ান খাবার সহ জুস আইটেম। নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী সাব্বির হোসেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৩টায় ফিতা কেটে আরিয়ান ক্যাফে এন্ড পার্টি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং দাসেরবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলবাব হোসেন, টিম ফর কভিড ডেট বড়লেখা-জুড়ী প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, মুহিবুর রহমান, বাদশা মিয়া, সাংবাদিক মোস্তফা উদ্দিন, আব্দুল জব্বার, শাহরিয়ার শাকিল, জাহিদুল ইসলাম প্রমুখ।
পার্টি সেন্টারের স্বত্ত্বাধিকারী সাব্বির হোসেন বলেন, পর্যটকদের অনুপ্রেরণায় আমি এই ক্যাফে এর ব্যবসা শুরু করেছি। আমার বিশ্বাস আমি যদি ভালো খাবারে এর দায়িত্ব নেই আল্লাহ আমার এই ব্যবসায় অবশ্যই বরকত দান করবেন। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।