স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে অনেক আগেই। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন। এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মোহাম্মদ মুরাদ।
ওই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর এর সদস্য সচিব একরাম আহমদ।
বুধবার (১৬ জুলাই) সিলেট জেলা প্রশাসক শের মাহবুবু মোহাম্মদ মুরাদ তাদের সদস্য মনোনীত করেন। উল্লেখ্য, এর আগে ৯ এপ্রিল সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সিলেটের সাবেক দুই ক্রিকেটার অলক কাপালী ও রাজিন সালেহকে রাখা হয়েছে।
এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মোহাম্মদ মুরাদ। সদস্য হয়েছেন-ক্রীড়ানুরাগী এমরান আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, অলক কাপালী, ফুটবল কোচ সাহাজ উদ্দীন টিপু, সাবেক ফুটবলার নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ইয়াহইয়া ফজল। পদাধিকার বলে সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেয়।