শিরোনাম
জলাশয় ও ডোবার কচুরিপানা পরিস্কার, মশা নিধনের ঔষধ ছিটানো কার্যক্রম অনুষ্ঠিত আশুরার গুরুত্ব ও তাৎপর্য দোয়ারাবাজারে যুব জমিয়ত বাংলাদেশ এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন সভাপতি রায়হান সেক্রেটারী জিয়াউর ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড় ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ছাতকে ১ম হাবিবুর রহমান দাবা প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বিশিষ্ট সমাজ সেবক স্পেন প্রবাসী আলী হোসেন  কেঅর্জুন ঘোষ এর সৌজন্যে সম্মাননা স্মারক  সিলেট-সুনামগঞ্জ সড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩ যাত্রী  চুনারুঘাটে অপহরণ নাটকের রহস্য ফাঁস: পুলিশ তদন্তে চমকপ্রদ তথ্য উদঘাটন
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড়

স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের দুই নেতা আল রাজি অনিক ও সাইফুর রহমান রাব্বিকে আটক করেছে থানা পুলিশ। তারা দু’জনই চুনারুঘাট পৌর এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।শ

শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পৌর শহরের হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী জামিল আহমেদ সুমনের উপর অনিকের নেতৃত্বে সাইফুর রাব্বি ও আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগী সুমনের লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে, আটক হওয়া দুই নেতা ছাত্রলীগের প্রভাবশালী বলে এলাকায় পরিচিত। এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতা তাদের ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তদবির শুরু করেছেন।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোষীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা বিচার ব্যবস্থার প্রতি অবমাননার শামিল। এছাড়াও, আটক হওয়া অনিক ও রাব্বির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার অভিযোগ উঠেছে।

চুনারুঘাটে ছাত্র রাজনীতি ও ব্যবসায়ী মহলে বর্তমানে আলোচনার কেন্দ্রে এই ঘটনা। স্থানীয় সচেতন মহল দ্রুত বিচার দাবি করেছেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন। চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ