অনলাইন ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় বনের ক্ষতি সাধন করে বালু উত্তোলনের অভিযোগে ৯টি মাচা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর তাওয়াকোচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর তীর ঘেষে বনবিভাগের রাংটিয়া ফরেষ্ট রেঞ্জের তাওয়াকোচা এলাকা থেকে পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল বালুদস্যুরা। এসব বালু উত্তোলন বন্ধে ইতিপূর্বেও বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা বহুবার অভিযান পরিচালনা করে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়। বন ধ্বংস করে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। কিন্তু পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যায় তাওয়াকোচা ফরেষ্ট বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ সাহিলের নেতৃত্বে বন কর্মচারীরা অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ও ৯টি মাচা ধ্বংস করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো,আব্দুল করিম বলেন সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।