অনলাইন ডেস্ক
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামে অবস্থিত হাজী মুছামিয়া নূরানী তা’লিমূল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার হারিছ চৌধুরী বাজার নুর উদ্দিন শামীমের অফিস কক্ষে হাফেজ আজিজ উল্যাহ’র সভাপতিত্বে সম্মিলিত আলাপ আলোচনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি করা হয়েছে মাওলানা জয়নাল আবেদীন সেক্রেটারী করা হয়েছে তরুণ উদীয়মান সমাজসেবক দেলোয়ার হোসেন রুবেল চৌধুরী। ৩১ সদস্যদের এই কমিটিতে আরও যারা আছেন, সহসভাপতি আবু বক্কর ছিদ্দিক (বাহার মিয়া), জাকির হোসেন শিমুল চৌধুরী, আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, মোহাম্মদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাফেজ ইব্রাহীম, প্রচার সম্পাদক ইউসুফ নবী (হেলাল)।
এছাড়া ও কমিটির সদস্য হিসেবে যারা মনোনীত হয়েছেন, মোঃ ফারুক হোসেন, সাইফুল ইসলাম রাব্বুল, মোঃ দিদার, সাইফুল ইসলাম (রবিন), মোঃ মাসুদ, আব্দুল হাই ছুট্রি মিয়া, হাফেজ আলী আজগর, মোঃ বেলাল হোসেন, মোঃ রাজু, মোঃ সুমন, মোঃ তারেক, মোঃ সোহেল, মোবারক হোসেন ইমন, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, রহমত উল্যাহ আব্দুল হাই, আতিক উল্যাহ, মোঃ বেলাল হোসেন, মোঃ আহছান উল্যাহ, মোঃ নিজাম উদ্দিন।
নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারি উভয়ই এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য এলাকাবাসী, অভিভাবক ও স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করেন, এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মুছামিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ২০১৫ সালে হাজী মুছামিয়া নূরানী তা’লিমূল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে প্রায় এই প্রতিষ্ঠানে ১৩০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।