শিরোনাম
রাজবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২ ইন্জিনিয়ার মোহাম্মদ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জলঢাকায় আগমন উপলক্ষে চলছে খুশির আমেজ অর্থের অভাবে বন্ধ সাংবাদিক মাসুদের চিকিৎসা, চান সরকারি ও বিত্তবানদের সহযোগীতা কৃষক সরকারি গুদামে ধানের দাম বেশি পেয়েও ধান বিক্রি করছে না কৃষক, সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাম্য খুন   কোম্পনীগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুইজন মাদক কারবারি আটক  গোবিন্দগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ আল আমীন  জগন্নাথপুরের কৃতি সন্তান মল্লিক সামী পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক   সকল প্রতিকুলতা পেরিয়ে কৃষকের সোনালী ফসল তাদের ঘরে উঠেছে—– জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস    গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহকারী আজিম গ্রেফতার  
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

দ্রুত নির্বাচনীরোডম্যাপ ঘোষণা করুন: সিলেটে বামগণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

শতাধিক পণ্যে বর্ধিত ভ্যাট বাতিল ও রেশনিং ব্যবস্থা চালু করুন, দ্রব্যমূল্য কমাও, সিন্ডিকেট উচ্ছেদ করুন, লুটপাট ও পাচারকৃত টাকা উদ্ধার করুন, দমন-পীড়ন বন্ধ ও ধর্মীয়-জাতিগত সম্প্রীতি রক্ষা করুন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, তৌহিদ হত্যার বিচার ও বিনাবিচারে মানুষ হত্যা বন্ধ নিশ্চিত করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট, বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাস এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে যেখানে ক্রমাগত পণ্য মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্য পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। আইএমএফ এর পরামর্শে এই করারোপের কোন নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এইটি শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের সামিল।

বক্তারা আরও বলেন,যেখানে আমাদের প্রবাসী শ্রমিকেরা মাসে ২ বিলিয়ন ডলার দেশে প্রেরণ করে সেখানে মাত্র দেড় বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফ এর চাপে করারোপের কোন মানে হয় না।

বক্তারা অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারাদেশে টিসিবির ৪৩ লাখ পারিবারিক কার্ড বাতিল করেছে।যদিও এত বেশি পরিমাণ কার্ড অনিয়ম হয়েছে বলে জনমনে বিশ্বাসযোগ্যতা আসে না। উচিত ছিল পরীক্ষা নিরীক্ষা করে এটি সিদ্ধান্ত নেওয়া। তা না করে কার্ড বাতিলই শুধু নয় উল্টো টিসিবির ট্রাক সেল কর্মসূচিও বন্ধ করে দিয়েছে। এতে যে সব নিম্ন আয়ের মানুষ কিছুটা সুবিধা পেত, তারা আরো বিপদে পতিত হয়েছে।

বক্তারা বাজার সংস্কার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, অন্যথায় কোন সংস্কারই কাজে আসবে না। বক্তারা অভ্যুত্থানের পরবর্তীতে বিনাবিচারে মানুষ হত্যার তীব্র নিন্দা জানান ও তৌহিদ হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন।

বক্তারা অবিলম্বে সুষ্ঠ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রে উত্তোরণের পথ সুগম করার দাবি জানান। একই সাথে গণঅভ্যুত্থানের চেতনা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুধু ক্ষমতার হাত বদল নয় ব্যবস্থা বদলের সংগ্রামে সামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ