শিরোনাম
অকালে না ফেরার দেশে চলে গেলেন পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী বিথী  বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতের পরিবারের পাশে ইউএনও  পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন গোলাপগঞ্জের বাঘায়  ৫৩ লক্ষ টাকায় নির্মিত সড়কের ক্ষতিকরে চলছে বাড়ির ড্রেনের নির্মাণ কাজ! কাপাসিয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন  ঝিনাইগাতীতে বিদেশী মদ, পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার যেভাবে চলে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়  খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত প্রাকৃতিক উৎস সুরক্ষাসহ বিষমুক্ত কৃষি চর্চার আহবান  অটোচালক শাওন হত্যা মামলার আসামী গ্রেফতার।
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের বাঘায়  ৫৩ লক্ষ টাকায় নির্মিত সড়কের ক্ষতিকরে চলছে বাড়ির ড্রেনের নির্মাণ কাজ!

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

স্টাফ  রিপোর্টার:

গোলাপগঞ্জে বাড়ির পানি নিষ্কাশনের জন্য বাঘা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বুরহান উদ্দিন সড়ক হতে-জালালনগর (মাঝপাড়া) প্রায়ই ৫৩ লক্ষ টাকায় নির্মিত পাকা সড়ক অনেক স্থান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে দুর্ভোগে পড়েছে বাঘা এলাকার হাজারো মানুষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে রাস্তাটি দ্রুত পদক্ষেপ নিতে  বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান গত ১মে (স্মারক নং-৪৬.০২.৯১৩৮.০০০.১৪.০৪৩.২৪ -৪১২) স্মারকে সড়কটির edging এর অতি সন্নিকটে পার্শ্ববর্তী বসতবাড়ীর জনসাধরণ তাদের বাড়ী-ঘরের পানি নিষ্কাশনের জন্য ড্রেইন তৈরি করায় পাকা সড়কের বেশ কিছু অংশে রাস্তার পার্শ্ব/ edging ইতোমধ্যে ভেঙ্গে গেছে। তাই পাকা সড়কের ক্ষতি সাধন করে ড্রেন নির্মাণ বন্ধ রাখার জন্য তিনি একটি চিটিতে অনুরোধ করেন।

 

শুধু তাই নয় বসতবাড়ীর পানি নিষ্কাশনের জন্য রাস্তার edging হতে ন্যূনতম ৪ ফিট দুরে ড্রেইন নির্মাণ করার নির্দেশনা বা অনুরোধ করেন।

 

এরপর ও থেমে থাকেনি ঐ এলাকার মরহুম আফতাব আলীর ছেলে ফারুক আহমদ, মরহুম বশির উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন এবং মরহুম এলাইচ মিয়ার ছেলে ফয়সল আহমদের বাড়ির সামনের ড্রেন নির্মানের কাজ। জনসাধারণের দূর্ভোগ এড়াতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে জোড় দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

এ বিষয়ে বাঘা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেছ আহমদ বলেন, চিঠি পাওয়ার পর ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমানকে পাঠিয়েছিলাম কাজটি বন্ধ রাখতে। এরপরও আগামীকাল আমি নিজে গিয়ে কাজটি বন্ধ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ