শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

স্টাফ রিপোর্টার / ১২৭ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সিলেটের মোগলাবাজারে এক পোলট্রি ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ায়, মোগলাবাজার থানায় সাধারণ ডায়রী( জিডি) দায়ের করা হয়েছে।

 

ডায়রী সূত্রে জানা যায় মোগলাবাজার থানার আকিলপুর গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র এফ এ সাজান ২০২৪ ইং সালের মার্চ মাস থেকে তাহার নিজ বাড়ীতে শেড তৈরি করে পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসা পরিচালনার জন্য তিনি তাহার নিজ গ্রামের জমির আলীর পুত্র আল মুমিন আহমদকে কর্মচারী নিয়োগ করে ব্যবসার পুরো দায়িত্ব তাকে বুঝিয়ে দেন। এক নাগারে মার্চ ২০২৪ইং থেকে ২০২৫ ইং সালের জানুয়ারি পর্যম্ত ১০ মাস ব্যবসা করার পর কর্মচারী আল মুমিন আহমদ এর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন ব্যবসায়ী সাজান। তখন তিনি আল মুমিন আহমদকে টাকা বের করতে চাপ সৃষ্টি করলে মুমিন ব্যবসায়িক হিসাবে গুলমাল করে কোম্পানিতে টাকা জমা আছে বলে দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি ব্যবসায়ী সাজনের সন্দেহ হলে তিনি মুমিনকে যে কোনভাবে টাকা মাঠ থেকে আদায় করতে বলেন। তাগাদা পেয়ে আল মুমিন আহমদ নিজেকে চাপ থেকে বাঁচাতে তিনটি চেক পাতায় ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ব্যবসায়ী এফ এ সাজনের কাছে জমাদেন। এরপর আরো দুই মাস পার হলেও আল মুমিন টাকা দিতে না পেরে আত্নগোপন করে ঢাকায় চলে যায়। এরপর ফিরে এসে স্থানীয়ভাবে বিচার সালিশের মাধ্যমে আবারও টাকা দিবে বলে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে সময় নেয়। কিন্তু টাকাতো দেয়নি উল্টো তরিখের দিন আবারও আল মুমিন আনগোপনে চলেযায়, ফলে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় টাকা উদ্ধার করতে ব্যবসায়ী এফ এ সাজান বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাওনা টাকা আদায়ে বিবাদী আল মুমিনকে নোটিশ পাঠান। এই নোটিশ পাওয়ার পর আল মুমিন আহমদ বিভিন্নভাবে ব্যবসায়ী সাজানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত ০৮/০৪/২০২৫ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সিলেট থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় নয়াবাজার এলাকায় অপরিচিত ২ জন লোক সাজান এর মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ঐ দুই যুবক আল মুমিনের সাথে জামেলা শেষ করতে বলে, শেষ না করলে সাজান অথবা তার পরিবারের যে কোন সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

 

এরপর এফ এ সাজান পরিবার এবং নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১১/০৪/২০২৫ ইং তারিখে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। জিডি নং ৫২৬/২৫ ইং।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ