শিরোনাম
রমরমা চাঁদাবাণিজ্য ৯০ ফুট সড়কের ৬০ ফুট দখল করে  গুগল ম্যাপে সীমান্তে বিজিবি চিহ্নিত হলেও গায়েব বিএসএফ ক্যাম্প, নিরাপত্তা ঝুঁকিতে উদ্বেগ রংপুরে চাঁদাবাজির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ: কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ  সারী-গোয়াইনঘাট সড়কে  মটর সাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৬, নিহত ১ আধ্যাত্মিক নগরী  সিলেট-১ আসনে এমপি পদে লড়তে চান রেজাউল করিম লিটন স্বপ্ন দেখিয়ে পাঁচ মাসের অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৩  সাদুল্লাপুরে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ।। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
শনিবার, ১৭ মে ২০২৫, ০১:০২ অপরাহ্ন

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশের ফুটবলারদের উল্লাসবাফুফে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যুবাদের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের একমাত্র গোলদাতা সুজন ডাঙ্গোল। আগামী রোববার ফাইনালে বাংলাদেশ খেলবে আজই দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত বা মালদ্বীপের সঙ্গে।

প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান সমানই ছিল। ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল। কিন্তু বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় তেমন কিছু হয়নি। ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষ গোলমুখে ভয় ধরিয়েও জাল খুঁজে পায়নি বাংলাদেশের রিফাত কাজী। মাঝমাঠ থেকে অধিনায়ক নাজমুল হুদার বাড়িয়ে দেওয়া বল ধরে অরক্ষিত রক্ষণ পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।

৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিক গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। এর ঠিক তিন মিনিট পর নাজমুলের লং শট রুখে দেন নেপালের গোলকিপার ভক্ত বাহাদুর।

বাংলাদেশের হয়ে এক ম্যাচ খেলেই দ্বিতীয়ার্ধেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ ৪৫ মিনিটে বাংলাদেশ প্রথমার্ধের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে। ৫৬ মিনিটে মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের এক খেলোয়াড় পোস্টের নিচ থেকে বলটা বিপদমুক্ত করেন। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও দুটি আশা জাগানিয়া আক্রমণ শানায় বাংলাদেশ। তা থেকে গোল আসেনি।

 

আগামী রোববার ফাইনাল আগামী রোববার ফাইনালবাফুফে শেষ পর্যন্ত ৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে ১-০ হয়েছে। ৮১ মিনিটে নেপালের এলোমেলো রক্ষণভাগের পুরোপুরি সুযোগ নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল। দুই গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ খানকিটা রক্ষণে মন দেয়। এরপরও গোল খেয়ে বসে। ৮৭ মিনিটে বাংলাদেশের জমাট রক্ষণ চুরমার করে জাল কাঁপান নেপালের সুজন ডাঙ্গোল।

এবারের আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ