শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিকার নিষিদ্ধ ১মণ ওজনের বাঘাইর মাছ, কৌতূহলী জনতার ভীড় জমেছে মাছ দেখতে 

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে ১মণ ওজনের বাঘাইর মাছ দেখতে কৌতুহলী জনতা ভীড় করেছিলেন। দাম-দরও হাকা হয়েছে। অথচ মনাবিপন্ন এই মাছটি শিকার ও ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ। সিলেটের শেরপুর এর মৎস্যজীবি রুবেল মিয়া(৫০) বিগত ৩রা মে রোজ শনিবার দিবাগত সন্ধ্যারাত প্রায় ৮ ঘটিকার সময় সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া বাজারে ১মণ ওজনের অর্থাৎ ৪০ কেজি ওজনের একটি বাঘাইর মাছ বিক্রির জন্য নিয়ে আসেন। আইনত শিকার ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করার পাশা-পাশি অনেকেই মাছ ক্রয় করার উদ্দেশ্যে মৎস্য ব্যবসায়ীর সাথে দাম-দর করেন। বিক্রেতা এই মাছটির মূল্য ১লাখ টাকা চাইলেও ক্রেতা জিয়াউর মাছের মূল্য ২৫ হাজার বললেও ক্রেতা-বিক্রেতার মধ্যে দামের মিল না হওয়ায় অবশেষে মাছটি বিক্রি হয়নি। মাছটি বিক্রির জন্য সিলেট শহরে নিয়ে গেছেন মৎস্য ব্যবসায়ী। এই বাঘাইর (Gangetic Goonch) এর বৈজ্ঞানিক নাম Bagarius yarrelli। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর রেড লিস্ট অনুযায়ী মিঠা পানির এ মাছটি মহাবিপন্ন। বাঘাইর মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২নং তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। তবো সরকারি বিধিনিষেধ অমান্য করে বাঘাইর মাছ শিকার সহ প্রকাশ্যে ক্রয় বিক্রয় হচ্ছে। বিধায় মহাবিপন্ন বাঘাইর মাছ এর বংশবিস্তার ঘটাতে যথাযথ ভাবে আইন প্রয়োগ করতে হবে। এব্যাপারে পল্লী চিকিৎসক ডাঃ মিজানুর রহমান, জিয়াউর ও শাহেল মিয়া সহ উৎসুক অনেক ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, এমন বড় মাছ সচরাচর বাজারে দেখা যায় না। বিলুপ্ত প্রায় এই মাছটি দীর্ঘদিন পর দেখলাম। এই প্রজাতির মাছ এর বংশবৃদ্ধি লক্ষে প্রশাসনিক ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। এব্যাপারে মৎস্য ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, এই মাছটি বিগত ৩ রা মে দুপুরে কুশিয়ারা নদীতে জালে ধরা পড়েছে। মাছটি ক্রয় করে বিক্রির জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু পর্যাপ্ত মূল্য না পাওয়ায় সিলেটে নিয়ে যাচ্ছি। দেখি সেখানে হয়তো ভালো দামে বিক্রি করতে পারব।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ