সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পাগল হাসান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত পাগল হাসান স্মরণে আলোচনা ও স্মরণ উৎসবের বিশেষ অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পাগল হাসান স্মৃতি পরিষদের পক্ষ থেকে এসব সন্মাননা স্মারক প্রদান করা হয়। বুধবার (৩০ এপ্রিল) ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্য সচিব মোঃ ইজাজুল হক রনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ তরিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিক ভাবে সন্মাননা স্মারক তুলে দেন। পরে পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্য সচিব মোঃ ইজাজুল হক রনি ও স্মৃতি পরিষদের উপদেষ্টা, সাংবাদিক এইচ এম খালেদ ছাতক প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি, পাগল হাসান স্মৃতি পরিষদের উপদেষ্টা,অনুষ্ঠানের বিশেষ অতিথি আব্দুল আলিমকে আনুষ্ঠানিক ভাবে সন্মাননা স্মারক প্রদান করেন। এ সময় সাংবাদিক সেলিম মাহবুব, সুজন তালুকদার ও ছাত্রদল নেতা রুমান তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। পাগল হাসান স্মৃতি পরিষদ এর সদস্য সচিব মোঃ ইজাজুল হক রনি থানায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে সন্মাননা স্মারক তুলে দেন। এ সময় পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, মজনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।