সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি কর ও শুল্ক ফাঁকি দিয়া চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা ২শ কেজি ভারতীয় চিনি সহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। ছাতক থানার এসআই মোঃ রেজাউল করিম, এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চোরাকারবারি আহমদ হাসান (২৫) কে গ্রেফতার ও ৪ বস্তায় থাকা ২০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আহমদ হাসান গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর-মল্লিকপুর গ্রামের আমিনুর রহমান তালুকদারের ছেলে। এ ঘটনায় ছাতক থানার এস আই মোঃ রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা (নং ২১( ৪) ২৫) দায়ের করেছেন। ছাতক থানার ওসি তদন্ত, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামী আদালতে সোপর্দ করা হয়েছে।