সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে দুইদিন ধরে নিখোঁজ রয়েছে মোঃ তাজ হুসেন নামে এক যুবক। দুইদিন ধরে তাঁর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। মোঃ তাজ হুসেন ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালী) গ্রামের মো.মাসুক মিয়ার পুত্র। পরিবারিক সুত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার ২৪ এপ্রিল সন্ধা ৭ টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সে। রাতে আর বাড়ি ফিরে নি। পর দিন শুক্রবার ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে অনেক খোঁজাখুঁজি করেছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা । তাঁর সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যদি কোন সুহৃদ ব্যাক্তি কোথাও তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোন স্থানে দেখে থাকেন তবে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ, মোবাইলঃ 01746740717 # 01738521709