শিরোনাম
থানায় দেখতে গিয়ে গ্রেফতার হলেন ২ শ্রমিক  ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার, কমানো হয়েছে বিমান ভাড়া সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠানে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এড.নুরুল ইসলাম আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি, শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ জৈন্তাপুরে সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল সহ নবগঠিত কমিটির সদস্যরা সংবর্ধিত ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার 
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ইংল্যান্ডের ক্যামব্রিজের কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হলেন সিলেটের আকমল হোসেন

স্টাফ রিপোর্টার / ১২৭ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার: ইফতিয়াজ সুমন:

 

বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আকমল হোসেন সম্প্রতি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের ঐতিহ্যবাহী কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এটি এক গর্বিত অর্জন।

সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভাকাঙ্ক্ষী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্তিগত জীবনে আকমল হোসেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি আগামী দিনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করছেন।

আকমল হোসেনের এই নিয়োগ শুধু তার নয়, বরং বাংলাদেশের জন্যও এক সম্মানজনক অর্জন। কারণ, ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে প্রতিষ্ঠিত কটন ফুটবল ক্লাবটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয় ফুটবল উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে।

ক্লাবের বর্তমান কমিটিতে প্যাট্রিক এডওয়ার্ডস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ (অস্থায়ী)আর্থার মেডোজ ভাইস চেয়ারম্যান ও শিশু কল্যাণ কর্মকর্তা এবং আকমল হোসেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ায় আকমল হোসেন বলেন,,আমি বর্তমানে ইংল্যান্ডে একটি স্থানীয় ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে কাজ করছি, যেখানে ফুটবল প্রশাসন, উন্নয়ন এবং গ্রাসরুট কার্যক্রমে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একটি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছি, যার মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো সম্ভব।”

তিনি আরও বলেন,,যুক্তরাজ্যের ফুটবল কাঠামোর অভিজ্ঞতা ও কৌশলকে বাংলাদেশের প্রেক্ষাপটে সফলভাবে প্রয়োগ করা সম্ভব। সুযোগ পেলে আমি বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে আমি প্রস্তুত।

এই অর্জনের মাধ্যমে আকমল হোসেন শুধু সিলেট নয়, বরং পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশে গ্রাসরুট পর্যায়ে ফুটবলের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশা করা যায়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ