নিজস্ব প্রতিবেদক:
:২১ এপ্রিল ২০২৫ সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্ৰামের ৬ জন নিখোঁজ জানা যায় ওই উপজেলার ৪ নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ(২০) পিতা মৃ/ত লুকুছ মিয়া,মারুফ আহমদ(১৮)পিতা ফারুক আহমদ,শাহিন আহমদ(২১)পিতা আজির উদ্দিন,এমাদ উদ্দিন(২২)পিতা দুরাই মিয়া,খালেদ আহমদ(১৯)ছফর উদ্দিন,আব্দুল জলিল(৪০)
পিতা মৃ/ত সরবদি গত ১৫ এপ্রিল বিকালে রাজ মিস্তিরি কাজের উদ্দেশ্যে কক্সবাজারের পথে রওয়ানা করেন,কক্সবাজার পৌছা পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ ছিল।কিন্তু ১৬ এপ্রিল সকাল থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এরপর থেকে আর কোন হদিস নেই।
আজ ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের সাথে পরিবারের কোন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।এতে পরিবারের মধ্যে দেখা দিয়েছে নানা উৎকন্ঠা ও ভ/য় আ/ত/ঙ্ক সময় যত বাড়ছে পরিবারের মধ্যে তত অনিশ্চয়তা ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে।
এদের সন্ধান পেতে নিউজটি শেয়ার করুণ সকলের সহযোগিতা চাওয়া হয়েছে,যোগাযোগ:01772612527